কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড, মসিক কল্যাণ সভা ও আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ দিনের শুরুতেই সকাল ৮:০০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যরেডে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।

মাস্টার প্যারেড শেষে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে পুলিশ সুপার মহোদয় সরকারি ভিভিন্ন মালামাল পরিদর্শন ও সুষ্ঠু ভাবে বিতরণের লক্ষে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

কিট প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় রেশন স্টোর পরিদর্শন করেন। এরপর সকাল ০৯:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা সমূহ বিষয়ে পুলিশ সুপার অবগত হন এবং সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ৪ জন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষথেকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

মাসিক কল্যান সভায় কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নভেম্বর ও ডিসেম্বর/২০২৪ মাসে মোট ২২ জনকে পুরষ্কৃত করা হয়। নভেম্বর ও ডিসেম্বর/২০২৪ মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন,

নভেম্বর/২০২৪ মাসের বিশেষ পুরষ্কার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, শ্রেষ্ঠ থানা হিসেবে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, শ্রেষ্ঠ তথ্য সংগ্রহকারী হিসেবে ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন, শ্রেষ্ঠ এসআই নিরস্ত্র হিসেবে জেলা উলিপুর থানায় কর্মরত এসআই নিরস্ত্র মোঃ জাহেদুল ইসলাম ও রৌমারী থানায় কর্মরত আউয়াল হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুড়িগ্রাম থানায় কর্মরত এএসআই নিরস্ত্র মোঃ শাহিনুর রহমানও ভূরুঙ্গামারী থানায় কর্মরত মোঃ আব্দুল খালেক, বিশেষ পুরষ্কার হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ হাবিবুল্লাহ, ডিএসবিতে কর্মরত এসআই নিরস্ত্র মোঃ রাশেদুজ্জামান ও সিডিএমএস অপারেটর কনস্টেবল শামীম কিবরিয়া। এছাড়াও ডিসেম্বর/২০২৪ মাসে বিশেষ পুরষ্কার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ ও রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান, শ্রেষ্ঠ এসআই হিসেবে ফুলবাড়ী থানায় কর্মরত এসআই নিরস্ত্র শাহানুর আলম ও রাজিবপুর থানায় কর্মরত এসআই নিরস্ত্র মোঃ আল হাসিব আরমান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুড়িগ্রাম থানায় কর্মরত এএসআই নিরস্ত্র মোঃ শওকত আলম সিদ্দিকি ও উলিপুর থানার এএসআই নিরস্ত্র মোঃ আরিফুল ইসলাম, বিশেষ পুরষ্কার হিসেবে অপরাধ শাখায় কর্মরত এএসআই নিরস্ত্র মোঃ রশিদুল ইসলাম, রেশন স্টোরে কর্মরত এএসআই নিরস্ত্র মোঃ মনোয়ারুল ইসলাম ও পুলিশ লাইন্সে কর্মরত নারী কনস্টেবল মোছাঃ মোনতাহিনা।

পাশাপাশি দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে নভেম্বর,ডিসেম্বর /২০২৪ মাসের “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুূদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *