কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচিতে ‘এ’ ইউনিটের পরিক্ষা আগামী ৩ মে সকাল ১০টার পরিবর্তে ১৯ এপ্রিল বিকেল ৩ টায় এবং ‘বি’ ইউনিটের পরিক্ষা ৩ মে বিকেল ৩টার পরিবর্তে ২৫ এপ্রিল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। তবে, ‘সি’ ইউনিটের পরীক্ষা আগের সময়ই অর্থাৎ ১৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রবিবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ৮৫তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত এবং পরিবর্তিত ভর্তি পরীক্ষা সূচির তারিখ ঠিক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ০২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত (দিনরাত যে কোন সময়, এমন কি বন্ধের দিনেও) শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমাদের পূর্ববর্তী তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়েরও পরিক্ষার তারিখ ছিলো। ফলে কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিলে এখানে দিতে পারবে না আবার এখানে পরিক্ষা দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে না। তাই আমরা একাডেমিক কাউন্সিল মিটিংয়ে তারিখ পরিবর্তন করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *