খাগড়াছড়ি জেলা সদরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আজ ভোর ৭ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের জিরো মাইল সংলগ্ন এল পি জি গ্যাসপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকাল প্রায় ৭টার সময় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকার কাছাকাছি এল পি জি গ্যাসপাম্পের পাশে পাহাড়ের ঢালু স্থানের মোড়ে একটি পাথর বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী রাকিব কাজী (৪৫)। ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল চালকের লাশ ও আহত ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ারসার্ভিস সদস্যরা।
নিহত মোটরসাইকেল চালক ফিরোজ (২০) বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী এলাকার বাসিন্দা মোঃ কামালের ছেলে বলে জানা যায়। মোটরসাইকেল আরোহী রাকিব কাজী’র বাড়ি গোপালগঞ্জ জেলায় বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্নেহাশিস মহাজন জানান, সকালের দিকে দু’জন রোড এক্সিডেন্টের রোগী হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক লোভেল জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। মোটরসাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বিধি মোতাবেক মামলা দায়ের করা হবে, অবশ্যই।