দেশের সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির পাঁচজন গণমাধ্যমকর্মীকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুতে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি। এসময় সব চাকরিচ্যুত সংবাদ কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিও জানান। একইসঙ্গে দেশের সব গণমাধ্যমকর্মীর পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার  প্রতি আহবান রাখেন।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, অকারণে সাংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গণমাধ্যমের কন্ঠরোধ করার উদাহরণ, যা জবাবদিহিতা মূলক সরকার ব্যবস্থা ও গনতন্ত্র চর্চার পরিপন্থি। এমন অমানবিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।  গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতিও আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *