৯ বছর ধরে আইপিএলের শিরোপা পাচ্ছিল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে আনে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এসেই কলকাতাকে শিরোপা জেতান গম্ভীর। এর আগে লখনৌ সুপার জায়ান্টকে টানা দুই মৌসুমে প্লে-অফে তুলেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী এই তারকা ক্রিকেটার।

সবকিছু মিলিয়ে আইপিএলে ভালোই করছেন গম্ভীর। ভালো বললে হয়তো কম হয়ে যাবে। আইপিএলে গম্ভীরের পারফরম্যান্স বলা যায় দুর্দান্ত, চোখে লাগার মতোই। যে কারণে ভারতের জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে গম্ভীরের।

বর্তমান কোচ রাহুলে দ্রাবিড়ের মেয়াদ আগামী জুন মাসেই শেষ হয়ে যাবে। সে হিসেবে জুলাই মাস থেকেই রোহিত শর্মাদের দায়িত্ব নতুন কারো হাতে তুলে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর দ্রাবিড়ের উত্তরসূরি কে হবেন, সে প্রশ্নে সবার আগে নাম আসে গম্ভীরের।

সম্প্রতি এক প্রতিবেদনে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ দাবি করছে, গম্ভীরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

সূত্র হিসেবে ক্রিকবাজ বলছে, আইপিএলের হাই-প্রোফাইল এক ফ্র্যাঞ্চাইজি মালিক এবং বিসিসিআইয়ের অত্যন্ত বিশ্বাসযোগ্য, তিনিই ক্রিকবাজকে গম্ভীরের সঙ্গে চুক্তি হওয়ার বিষয়টি জানিয়েছেন।

এছাড়া অন্য আরেকটি সূত্রে ক্রিকবাজ বলছে, অন্য একজন হাই-প্রোফাইল ভারাভাষ্যকারও একই ধরনের মন্তব্য করেছেন।

ক্রিকবাজের এই দাবি যদি সত্যি হয়, তাহলে ভারতের পরবর্তী কোচ হতে যাচ্ছেন গম্ভীরই। তবে রোহিতদের কোচ কে হবেন, তা নিশ্চিতভাবে জানা যাবে জুলাই মাসের আগেই। অর্থাৎ আগামী দুই একদিনের মধ্যেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *