গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ সক্রিয় কামাল আদওয়ান হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। এরআগে সেখান থেকে কয়েকশ রোগীকে জোরপূর্বক বের করে দেয় তারা। ইসরায়েলি সেনারা হাসপাতালটিতে প্রবেশ করে। গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু এল-রিশ জানিয়েছেন, হাসপাতালটির অস্ত্রোপচার বিভাগ, ল্যাবরেটরি এবং গুদামে আগুন দেওয়া হয়েছে। এরপর আগুন হাসপাতালের সব ভবনে ছড়িয়ে পড়ে বলে আলাদা এক বিবৃতিতে জানায় উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত দুই সপ্তাহ ধরে বেঈত লাহিয়ার এই হাসপাতালটিতে হামলা চালিয়ে আসছিল দখলদার সেনারা। তাদের দাবি, সেখানে হামাসের শক্ত অবস্থান আছে। অব্যাহত হামলার পর শুক্রবার সকালে সেখানে প্রবেশ করে তারা।