তারকাদের নতুন নতুন লুকে ভক্তদের সামনে হাজির হওয়া নতুন কিছু নয়। ক্রীড়াবিদরা বড় কোনো ইভেন্টের আগে প্রায়শই তাদের লুক পরিবর্তন করে ভক্তদের সামনে হাজির হন। আর সিনেমাঙ্গনের তারকারা নিত্য নতুন লুকে ধরা দেন নতুন নতুন সিনেমা, নাটক বা ওয়েব সিরিজে। এবার তাসকিনকেও তেমনই এক রূপে দেখা গেল।
চলমান বিপিএলে গোঁফ রাখতে দেখা গেছে দেশের তারকা এই পেসারকে। যা নিয়ে ভক্তদের মনে রয়েছে নানা কৌতূহল। আর সেই কৌতূহলটা তাসকিন নিজেই দূর করেছেন। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ী ম্যাচে ১৯ রান খরচায় বিপিএল ও ক্যারিয়ারসেরা ৭ উইকেট নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে জানিয়েছেন গোঁফ রহস্য।
গোঁফ রাখা নিয়ে তাসকিন বলেন, ‘বাবার ছোটকালের একটা ছবি দেখলাম মোচ–টোচ রাখা, তাই ভাবলাম এবার আমিও একটু রেখে দেখি কিছুদিন।’
এদিকে তার ৭ উইকেট নিয়ে একটা মজার ঘটনাও শেয়ার করেছেন সংবাদ সম্মেলনে। তাসকিন বলেন, ‘আজকে একটা মজার ব্যাপার ঘটেছে। আমাদের টিমের ম্যাসিওর আনোয়ার বলছিল, ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা। আমি তখন তাকে বলেছি, চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হইতে পারে। দেখেন, ৭ উইকেট পেয়ে গেছি আজকেই!’
ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেটের রেকর্ড নিয়ে তাসকিন বলেন, ‘উইকেট পেতে একটু লাকেরও ফেভার হতে হয়। কিন্তু আমি খুশি যে আমি আলহামদুল্লিলাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্ট্যান্ট। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া।’