কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মইনুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মইনুল ও তার সঙ্গী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কয়েকদিন পর মইনুলের মৃত্যু হয়।
তার সঙ্গী গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। জানা গেছে, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে এবং মুখ দিয়ে রক্তপাত হচ্ছে।
তবে ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।