ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ম্যানচেস্টার সিটি ৪-১ গোলের বড় জয়ে প্রিমিয়ার লিগে ফেরার বার্তা দিয়েছে। সাভিনিয়োর রাতে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ফিল ফোডেনও জালের দেখা পান। এই জয়ে অক্টোবরের পর প্রথমবার টানা দুটি ম্যাচে জয় পেল পেপ গার্দিওলার দল।

শুরুতে ওয়েস্ট হ্যাম চাপ সৃষ্টি করলেও নিজেদের ভুলে দশম মিনিটে পিছিয়ে পড়ে। সাভিনিয়োর শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে গোল হয়। এরপর সাভিনিয়োর পাস থেকে হালান্ডের হেডে স্কোরলাইন ২-০ হয়।

দ্বিতীয়ার্ধে সিটি আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে। ৫৫তম মিনিটে সাভিনিয়োর থ্রু পাস ধরে হালান্ড তার দ্বিতীয় গোল করেন। এরপর কেভিন ডে ব্রুইনের পাস থেকে ফোডেন চতুর্থ গোলটি করেন।

হালান্ডের লিগে মোট গোল এখন ১৬টি, যা শীর্ষে থাকা মোহামেদ সালাহর থেকে একটি কম।  ওয়েস্ট হ্যামের একমাত্র গোলটি করেন জার্মান ফরোয়ার্ড নিকলাস ফুলকুর্গ।

২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে সিটির পয়েন্ট এখন ৩৪। তারা ষষ্ঠ স্থানে, নিউক্যাসলের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে।

অন্যদিকে, চেলসি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা চার ম্যাচ জয়হীন থাকল। কোল পালমারের গোলে এগিয়ে গেলেও ৮২তম মিনিটে মাতেতার গোলে সমতা ফেরায় প্যালেস।

২০ ম্যাচে চেলসির পয়েন্ট ৩৬। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা ৯ পয়েন্ট পিছিয়ে, তবে লিভারপুল দুটি ম্যাচ কম খেলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *