লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে বার্সেলোনা পেছনে ফেলার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু সেই ম্যাচে জয় তুলতে পারেনি লস ব্লাঙ্কোসরা। দলের অন্যতম তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেও প্রত্যাশামত পারফরম্যান্স করতে পারছিলেন না। টানা দুটি পেনাল্টি মিস করে হতাশায় পুড়ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। তবে জিরোনার বিপক্ষে বড় জয়েও গোল পেয়েছেন তিনি। তার আলোয় ফেরার দিনে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে তাদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গোল তিনটি করেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গিল।

মাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে জোরাল শটে জালে পাঠান বেলিংহ্যাম। লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। অধিনায়ক লুকা মদ্রিচের পাস মাঝমাঠে পেয়ে থ্রু বল বাড়ান বেলিংহ্যাম। প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে ক্ষিপ্র গতিতে বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন গুলার।

রিয়ালের হয়ে শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৬২ মিনিটে ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের ব্যবধান ৩-০ করে লস ব্লাঙ্কোসর। রিয়ালের জয়ে তাই কিছুটা স্বস্তি পাচ্ছেন এমবাপ্পে। জিরোনার বিপক্ষে এই গোল দিয়ে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গোল হলো ১১টি, যার ৯টি লা লিগায়। এছাড়া এই গোলেই পেশাদার লিগ ক্যারিয়ারে এমবাপ্পে ছুঁয়েছেন ২০০তম গোলের মাইলফলক। এর আগে ফরাসি লিগে ১৯১টি গোল করেছিলেন এমবাপ্পে।

এই ম্যাচে রিয়ালের দুশ্চিন্তার নাম বেলিংহ্যাম। খেলার মাঝে চোটে পড়েন তিনি। তবে ইংলিশ তারকার চোট তেমন গুরুতর নয়। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, বেলিংহ্যাম ঠিক আছে। পরের ম্যাচে তাকে না পাওয়ার শঙ্কা নেই রিয়ালের। পেশির ইনজুরি আছে মেন্ডির। বাকিদের সামান্য চোট। বেশি কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *