গ্রেফতার বাণিজ্য আর থানায় ঘুস বাণিজ্য সিন্ডিকেট কাণ্ডে মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. নাজমুল হাসান।
মঙ্গলবার (৪ মার্চ) দৈনিক যুগান্তরে ছয় মাসে কোটি টাকা ঘুস সিংগাইর থানার ওসির ঘুস বাণিজ্যের সিন্ডিকেট শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। অবশেষে ৪ মার্চ বিকালে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে ছয় মাসে কোটি টাকা ঘুস বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। তিনি পছন্দের উপপরিদর্শক (এসআই) দিয়ে থানায় গড়ে তুলেছেন সিন্ডিকেট বাহিনী। তাদের দিয়েই ৬ মাসে তিনি প্রায় কোটি টাকা গ্রেফতার বাণিজ্য করেছেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ। পুলিশ সুপার কার্যালয় থেকে এ পর্যন্ত তাকে ৩ বার শোকজ করা হয়। অবশেষে তার ঘুস বাণিজ্যেের অপরাধে ক্লোজ করা হয়েছে।
সিংগাইর থানায় নতুন ওসি হিসেবে জেলার দৌলতপুর থানার ওসি জে.ও.এম তৌফিক আজমকে সিংগাইর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।