ঢাকার ধামরাইয়ে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) এর উদ্দোগে চক্ষু চিকিৎসা ও কিশোরীদের জরায়ু,ব্রেষ্ট ও ওয়াল ক্যান্সার বিষয়ক সেমিনার ও উচ্চশিক্ষা বৃওি প্রদান এবং সেশন অন আউটরিচ প্রোগাম অনুষ্ঠিত হয়। এফসিটি সেমিনার হলে দুপুর ১টা দিকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস( এসডিআই) এর পক্ষ থেকে ৮ জন শিক্ষার্থীদে মাঝে উচ্চশিক্ষা বৃওি প্রদান করা হয় এবং ফ্রি চক্ষু চিকিৎসা ও কিশোরীদের জরায়ু ব্রেষ্ট ও ওয়াল ক্যান্সার বিষয়ক শিক্ষামুলক পরামর্শ প্রদান করা হয়। সুসাস্থ থাকার জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়। প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক এসডিআই জনাব সামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ধামরাই ঢাকা জনাব মামনুন আহমেদ অনীক মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিজ. মাশহুদা খাতুন শেফালী নির্বাহী পরিচালক নারী উদ্দোগ কেন্দ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অফিসার ইনচার্জ, ধামরাই থানা জনাব মো: মনিরুল ইসলাম ডা: ফারসিম তারান্নুম হক উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ধামরাই ঢাকা। ডা: মাহবুবা খন্দকার মেডিকেল ডিরেক্টর, কিশোরগজ্ঞ চক্ষু হাসপাতাল।
আরো গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন