বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। মূলত পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছেড়েছেন এই প্রোটিয়া। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বিসিবিকে আগেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন পোথাস। গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকার সময়ই এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছিল পোথাসের। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র ঢাকা পোস্টকে এমনটিই জানিয়েছে।

২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগ মুহূর্তে এসে বাংলাদেশ ছাড়লেন এই প্রোটিয়া কোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আই উইল মিস ইউ।’ সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’-যোগ করেন তিনি।

দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’ ২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন পোথাস। তার আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন এই প্রোটিয়া।

প্রধান কোচের দায়িত্ব ছাড়াও সহকারি কোচ, ফিল্ডিং কোচের ভূমিকায়ও দেখা গেছে পোথাসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *