বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার (১লা জানুয়ারি) জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।র্যালী শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাদী হাসান মেহেদী বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, দপ্তর সম্পাদক মশিউর রহমান সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আমরা মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছি, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই অব্যহত থাকবে।