গুরুতর অসুস্থ ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস-১২ খ্যাত সৃষ্টি রোডে। সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেই ছুটির সময়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সেখান থেকে নিজেকে দেশে ফিরিয়ে নেওয়ার সময় পাননি অভিনেত্রী। আপাতত তাকে আমস্টারডামের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানান,অসুস্থতা এমন পর্যায়ে ছিল যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কিনা। কিছুদিন আগেই সৃষ্টি ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। আচমকাই তার অসুস্থতার বেশ কিছু ছবি ভক্তদের কপালে চিন্তার ভাজ ফেলেছে।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাসপাতালে অভিনেত্রী। মুখে লাগানো নল। পোস্টের ক্যাপশনে লেখা, আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলো পোস্ট করছি, তখন গল্পের আরেক অংশও আছে যা আমি শেয়ার করিনি। আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হয় আমাকে। অভিনেত্রী আরও বলেন, ‘এত কঠিন সময় পার করেছি, সঙ্গে ভয় পেয়েছি যে, আমি হয়তো আর বাড়ি ফিরতে পারব না।’
সৃষ্টি আরও লেখেন, ‘অবস্থা খুবই খারাপ ছিল। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে আমি ফিরতে পারছিলাম না। এক বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বাইয়ে ফিরি।’
নিজের অসুস্থতা নিয়ে অভিনেত্রী জানান, এখনও পুরোপুরি সুস্থ হইনি। নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে। আমার চিকিত্সক বলেন যে এক মাসের বেশি সময় লাগবে। কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমি এখনও দুর্বল। কিন্তু আশাবাদী তাড়াতাড়ি সেরে উঠব।
শেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টি। তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান ভক্তদের প্রতি।
হিন্দি ধারাবাহিকের চেনা মুখ সৃষ্টি। ইয়ে ইশক হায়ে, ছোটি বহু ২, পুনর বিবাহ, ইশকবাজ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কপিল শর্মার শোয়ে একটি চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও বিগ বস সিজন ১২-এ প্রতিযোগী হিসাবে গিয়েছিলেন তিনি।