ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব চমক। যেখানে অভিনেত্রী বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকেন। সম্প্রতি এক পোস্ট দিয়েছেন রুকাইয়া জাহান চমক। যেখানে উল্লেখ করেছেন, ‘সুখ এক ধরনের অভিমত, আপনার আশে-পাশের ছোট বিষয়গুলো থেকে সহজেই সুখ খুঁজে নিতে পারেন।’ এরপর লিখেছেন, ‘ভালো গান, প্রিয় খাবার, চারপাশের ভালো মানুষ, ভালো বই, কখনও কখনও সমুদ্র বা পাহাড়ের পাশে ঘুমিয়ে থাকা। টাকা পয়সার পাশাপাশি এই সমস্ত বিষয় উপভোগ করার জন্য একটি প্রশান্ত মন থাকতে হয়। যা আমি এ বছর উপলব্ধি করছি।’

চমকের কথায়, ‘আমাকে বিশ্বাস করুন। আপনি সবকিছু পাবেন যদি আপনি মনে থেকে চেয়ে থাকেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *