জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। একসময়ে তার সুরেলা কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছিল বলিউডে। হিন্দি ছাড়াও তামিল, মালয়ালম, কন্নড়, বাংলা, ভোজপুরির মতো অনেক ভাষায় গান গেয়েছেন তিনি। এদিকে সংগীতশিল্পীর মুম্বইয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরে গায়কের বিল্ডিং স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ারসার্ভিসের আটটি ইউনিট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সংগীতশিল্পীর স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে দাউদাউ করে আগুন জ্বলছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিল্ডিংয়ের দিকে যাওয়ার পুরো রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় । পাশাপাশি আগুনের খবর ছড়িয়ে পড়তেই বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছিল। উদিত নারায়ণ ১৯৫৫ সালের ১ ডিসেম্বর মৈথিলী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম উদিত নারায়ণ ঝা। উদিত তার মায়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং সেখান থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি নেপাল থেকে ইন্টার্ন করেন। উদিত ১৯৭০ সালে ১৫ বছর বয়সে রেডিও নেপালে মৈথিলি এবং নেপালি গান উপস্থাপন করা শুরু করেন। ১৯৮০ সালে ‘উনিশ-বিশ’ ছবিতে মো. রাফির সঙ্গে বলিউডে গান শুরু করেন। এরপর কিশোর কুমারের সঙ্গে গান করারও সুযোগ পান তিনি। ১৯৮৮ সালে, আমির খান এবং জুহি চাওলার ছবি ‘কেয়ামত সে কেয়ামত’ দিয়ে তিনি তার চিহ্ন তৈরি করেছিলেন।

এই ছবির ‘পাপা কেহতে হ্যায়’ গানটি বেশ জনপ্রিয়তা পায় এবং এই গানটির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পান। উদিত চারবার জাতীয় পুরস্কার এবং পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *