জাকের আলির ব্যাটিং তাণ্ডবে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ১৯ বলে ১৮ রান করা জাকের আলি শেষ ২২ বলে ৫টি ছক্কা আর তিন চারের সাহায্যে করেন ৫৪ রান।
ইনিংসের শেষ দিকে তার ব্যাটিং তাণ্ডব আর ইনিংসের শুরুতে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ দল।
চোটাক্রান্ত সৌম্য সরকারের পরিবর্তে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেই রীতিমতো তাণ্ডব শুরু করেন পারভেজ হোসেন ইমন। তিনি মাত্র ২১ বলে ৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৯ রান করে ফেরেন।
ইনিংসের প্রথম ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪০ রান। এই চল্লিশ রানের মধ্যে ৪টি চার আর এক ছক্কায় ২৯ রান করেন ইমন। পারভেজ উইকেটের এক প্রান্তে ব্যাটিং তাণ্ডব চালালেও অন্য প্রান্তে স্লো মোশন ব্যাটিং করেন লিটন দান।
৪.৪ ওভারে দলীয় ৪৪ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন। তার আগে ১৩ বলে মাত্র ১৪ রান করার সুযোগ পান এই ওপেনার। এরপর মাত্র ১০ রানের ব্যবধানে ফেরেন ইমন। তিনি আউট হন ২১ বলে ৩৯ রান করেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ৯ বলে ৯ রানে ফেরেন তানজিদ হাসান তামিম।