সাতক্ষীরায় কেউ নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার^ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা বিনেরপোতা বাইপাস সড়ক হতে এক ওয়াকাথন শুরু হয়ে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠানে মিলিত হয়। সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ প্রধান অতিথি বক্তব্যে বলেন, কল্যাণ রাষ্ট্র এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকার তার নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ রক্ষা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নাগরিকদের সমৃদ্ধি জন্য অক্ষমের সুযোগের সমতার ভিত্তিতে, সম্পদের সমানুপাতিক বণ্টন এবং জনগণের দায়বদ্ধতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা, সকল শত্রুকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া কল্যাণ রাষ্ট্রের কাজ। কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সরকারকে নাগরিকদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা শহর জামাতের আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রপ্রতিনিধি ইমরান হোসেন, মহিনী তাবাসসুম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসার মুর্শীদুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মো. তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, ছাত্রদলনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *