ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। আতিক জামান পরিচালিত ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটিতে’ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে ‘বিয়ের গন্ডগোল’ নাটকে জুটি বেঁধেছেন জোভান। মাসরিকুল আলম পরিচালিত এ নাটকে অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে। আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে। নাটকের গল্পে দেখা যায়, অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, যে সে বিয়ে করবে না।
অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। তবে তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। প্রসঙ্গত, ‘বিয়ের গন্ডগোল’ নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।