ছিন্ন-ভিন্ন অনেকগুলো মরদেহ পরে আছে। সেখান থেকে নিথর দেহের পা ধরে টেনে নিয়ে যাচ্ছে এক হিংস্র ব্যক্তি। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায় তখন তার দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী! অতঃপর…এমন রহস্যে মোরা, থ্রিল দিয়েই তৈরি হয়েছে আলোক হাসান পরিচালিত ছবি ‘টগর’। জানা গেছে, সিনেমাটির কনসেপ্ট তৈরি করেছে এআর টিম আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম।

বছরের প্রথম দিনেই এসেছে ‘টগর’ ছবির অ্যানাউন্সমেন্ট টিজার। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘী। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।’এদিকে দিঘী বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’

নির্মাতা আলোক হাসান জানান, নতুন বছরের চমক হিসেবে আসছে ‘টগর’ সিনেমা। রক্ত আর প্রতিশোধের গল্পে সিনেমাটির শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *