বৃষ্টির কারণে দফায় দফায় পেছানো জ্যামেইকা টেস্টেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছারেনই বাংলাদেশের। তৃতীয় সেশনে খেলা মাঠে গড়ানোর পর কেমার রোচের তোপের মুখে পড়েছে টাইগার ব্যাটাররা। মাত্র ১০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে আবারও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। সিরিজ বাঁচানোর এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নামছে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচের শুরুতে দলীয় ১০ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২ রান।

জ্যামাইকার সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামে বাংলাদেশ।

এর আগে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টসের কথা ছিল। কিংস্টনে মাঠ অপ্রস্তুত থাকায় টসে বিলম্ব হয়েছে। সেই সঙ্গে ভেস্তে যায় দিনের এক সেশন। প্রায় সাড়ে চার ঘণ্টা পর টস হয়।

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনার জাকির হাসানের পরিবর্তনে একাদশে এসেছেন সাদমান ইসলাম। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে একাদশে নাহিদ রানাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ, জেইডেন সিলস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *