আমিনুল ইসলাম রতন, মালয়েশিয়া: মালয়েশিয়ার চলচ্চিত্র শিল্পকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যেতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও উদ্যোক্তা জাফর ফিরোজ। সম্প্রতি তিনি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস কেএলআইফএ’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (এমডি) ও (সিইও) হিসেবে নির্বাচিত হয়েছেন।

কেএলআইএফএ’ এরই মধ্যে বিশ্বের ১৫৩টি দেশের ৭ হাজারেরও বেশি চলচ্চিত্রকে এক মঞ্চে এনেছে, যা মালয়েশিয়াকে বৈশ্বিক চলচ্চিত্র কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে নিচ্ছে। এটি শুধুমাত্র একটি চলচ্চিত্র উৎসব নয়, বরং ফিল্ম মার্কেট, প্রতিভা ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জাফর ফিরোজের নেতৃত্বে কেএলআইএফএ ল্যাব গঠিত হয়েছে যেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, মাস্টারক্লাস ও প্যানেল ডিসকাশন আয়োজন করছে, যা নতুন ও অভিজ্ঞ নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এছাড়া এর ফিল্ম মার্কেটের মাধ্যমে আন্তর্জাতিক প্রযোজক, পরিবেশক, স্টুডিও ও বিনিয়োগকারীদের জন্য নতুন সহযোগিতার সুযোগ তৈরি করছে। এটি বিশেষভাবে বাংলাদেশ, মালয়েশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্পকে বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করতে কাজ করছে।

জাফর ফিরোজ বর্তমানে সাউথ ইস্ট এশিয়া পিক্সারস লিমিটেডের প্রধান নির্বাহী এসইএপি মূলত এটি সিনে ইমপ্যাক্ট মালয়েশিয়া প্রজেক্ট নিয়ে হংকং ও দুবাই ক্রিয়েটিভ ইকোনমি জোনের সঙ্গে কাজ করছে।

তিনি মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ডিজিটাল ফিল্ম ও টেলিভিশন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

চলচ্চিত্র নির্মাণ ও পরিচালনায় বিশেষায়িত শিক্ষা নেয়ার জন্য তিনি ভারতের বিখ্যাত মুম্বাই ফিল্ম একাডেমি থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেছেন। জাফর ফিরোজ চলচ্চিত্র জগতে তার দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখেছেন বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্রকল্পে। তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে, তার নির্মিত “দি আন্সার্টেনিটি” আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। তিনি একজন সাহিত্যিক হিসাবেও সমানভাবে পরিচিত, বাজারে তার লেখা কয়েকটি শিশুদের ছড়া ও কবিতার বই প্রকাশ করেছেন, আসছে এপ্রিলে “দি ফর্ক রোড, চৌরাস্তা” নামক উপন্যাস এর মোড়ক উন্মোচন করবেন জাফর ফিরোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *