বামনা উপজেলা মিলনায়তনে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা অফিসারের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ মোসাঃ নিকহাত আরা উপজেলা নির্বাহী অফিসার বামনা এছাড়াও উপস্থিত ছিলো বামনা উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

আগামীর বাংলাদেশ কেমন হবে? এ বিষয়ে অনুষ্ঠানে আলোচনা হয় সকলের কণ্ঠে একই কথা উচ্চারিত হয় মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত সুখী,সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠিত হবে যেখানে সকল নাগরিক সুন্দর ও শান্তিতে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে।

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় শিক্ষার্থীদের কাছ থেকে আগামীর বাংলাদেশ নিয়ে এ বিষয়ের লিখিত মন্তব্য নেওয়া হয়। এ লিখিত মন্তব্য বিবেচনা করে সেবার ব্যবস্থা করা হবে জানান বামনা উপজেলার নির্বাহী অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *