বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বলেছেন, শ্বেতপত্রে এসেছে ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে চুরি হয়েছে। এর জন্য কি ১০০ সিইও, ৩০০ সিএফও দায়ী নয়? ওই যে বয়ানটা ছিল তাতে আমরা নিষ্ঠুর ছিলাম। কিছু বাচ্চা ছেলের সঙ্গে জনগণ যোগ দিল আন্দোলনে। তারা নতুন বিজয় এনেছে। আবার যদি গতানুগতিকভাবে একই অনুশীলন শুরু করি তাহলে হবে না। আমার কাছে মনে হয় দরিদ্র অর্থনীতিতে ভ্যাট ও ট্যাক্সের মধ্যে কোলাবরেশন (সমন্বয় করে কাজ করা) দরকার।
বুধবার (২৫ ডিসেম্বর) রেডিসন ব্ল– চট্টগ্রাম বে ভিউর মোহনা হলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখার ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব আবদুর রহমান খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এবং আইসিএমএবি’র প্রেসিডেন্ট এবং বিল্ডকন কনসালটেন্সি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান থিম পেপার উপস্থাপন করেন।
শিক্ষাবিদ ও সিআইইউ বিজনেস স্কুলের অ্যাকাউন্টিং বিভাগের প্রধান ড. ইমন কল্যাণ চৌধুরী ‘বৈশ্বিক প্রতিযোগিতার জন্য স্থানীয় শিল্পকে শক্তিশালী করা; কৌশলগত ব্যয় ব্যবস্থাপনার ভূমিকা’ শীর্ষক আরেকটি গবেষণাপত্র উপস্থাপন করেন। সেশনটি পরিচালনা করেন সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুসলিম চৌধুরী।