দিনাজপুর চিরিরবন্দরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি তুলার কারখানা। এতে অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান, কারখানা মালিক মো. মনজের আলী। মঙ্গলবার (7 জানুয়ারি) চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজারে তুলার কারখানায় এ অগ্নিকান্ড ঘটে। কারখানার শ্রমিকরা গিয়ে আগুন দেখতে পায়।
আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে পুড়ে যায় অনুমানিক দেড় হাজার থেকে দুই হাজার টন এর বেশি তুলা ও তুলার মেশিন। কারখানার ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালিকের ছেলে লিমন হোসেন বলেন, সব কিছু পুড়ে যাওয়ায় নি:স্ব হয়ে গেছি। একদিন পূর্বেই দুই ট্রাক তুলা এসেছে ঢাকা থেকে, সেগুলোও শেষ। এনজিওতে লোন ধার দেনা করে তুলাগুলো এনেছি এগুলো বিক্রি করে দেনাগুলো শোধ করবো কিন্তু সব শেষ।