দিনাজপুর খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয় ৯,নং ওয়ার্ড দুবলিয়া গ্রাম আফাজ পাড়ায় দুইদিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ অফিস(১)
পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা গাছের ডাল কাটতে এসে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে গাছের ডাল কাটা নিয়ে বিবাদ সৃষ্টি হয় একপর্যায়ে স্থানীয় মোঃ আক্কাস আলী (৩৬)
পিতা মৃত রেয়াজ উদ্দিন
কদম গাছের ডাল কাটার সূত্রে বিদ্যুৎ অফিসের কর্মচারীকে ধাক্কা সহ চড় মারে এবং অকথ্য ভাষায় গাল মন্ধ করেন এই সূত্র ধরে বিদ্যুৎ অফিসের কর্মচারীরা ট্রান্সমিটারের ব্যারেল অর্থাৎ মেইন সুইচটি খুলে নিয়ে যায়
গত দুইদিন ধরে প্রায় ৩০ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে সেখানকার স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায় আমরা ৩০ টি পরিবার দুইদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছি তারা আরো বলেন বিদ্যুৎ না থাকায় আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ায় সমস্যা সৃষ্টি হয়েছে এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে ওনারা বলেন আমাদের কর্মচারীদের গায়ে হাত তোলার কারণে আমরা বিদ্যুৎ সংযোগ টি বন্ধ রেখেছি।