দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মুম্বাইয়ে ‘হাউসফুল ৫’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন খিলাড়ি। সেই ছবিরই একটি দৃশ্যের শুটিং-এর সময় চোট পেয়েছেন তিনি। জানা গেছে, দুর্ঘটনায় অক্ষয়ের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে অভিনেতা আশঙ্কামুক্ত রয়েছেন।

ছবির সেটে থাকা এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, অক্ষয় একটি কঠিন দৃশ্যের শুট করছিলেন, এমন সময় কিছু উড়ে এসে তার চোখে ঢুকে যায়। ব্যথায় কাতড়াতে থাকেন অভিনেতা। সঙ্গে সঙ্গে শুটিংসেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। এরপর অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক। আনন্দবাজারকে ওই ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, অক্ষয় দ্রুত শুটিংয়ে ফিরতে চাইছেন। কারণ ছবির শেষ পর্যায়ের শুটিংয়ের কিছু কাজ বাকি আছে। তাই অক্ষয় ছবিটি ফেলে রাখতে চাইছেন না।

‘হাউসফুল ৫’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তালপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ়, নার্গিস ফাকরি। এছাড়াও দেখা যাবে ফরদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে।

ইউরোপের বেশ কিছু জায়গায় এই ছবির শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজে ছিলেন অভিনয়শিল্পীরা। এর মধ্যে নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথ-সহ বিভিন্ন জায়গায় শুট হয়েছে। ছবির পরিচালক তরুণ মনসুখানি। ২০২৫-এর ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বিগ বাজেটের এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *