ধামরাই ( ঢাকা) প্রতিনিধি: আব্দুর আসিফ জয়
ঢাকার ধামরাইয়ে মহান জাতীয় নেতা আতাউর রহমান খানের ৩৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়,ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ মাঠে সোমবার বেলা ১১ টায়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। বলেন আমি ধন্য আজ এই অনুষ্ঠানে আসতে পেরে কারণ বইতে পড়েছি আতাউর রহমান খানের নাম। আজ তার শিক্ষা প্রতিষ্ঠানে তার উপর বক্তব্য রাখা এটা সত্যিই আমার জন্য ভাগ্য,, তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের মূখ্য মন্ত্রী তার কারণে আজ ঢাকা আরিচা মহাসড়ক এই ধামরাইয়ের উপর দিয়ে নেওয়া হয়েছে। তিনি যদি না থাকতেন তাহলে হয়তো ধামরাইয়ের মানুষ এই আরিচা মহাসড়ক পেত না। আতাউর রহমান খানের কথা বলে শেষ করা যাবে না আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তালা যেন তাকে জান্নাত দান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুম আতাউর রহমান খান কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল, ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী লোকমান দেওয়ান, সাবেক ঢাকা জেলা যুবদলের সহসভাপতি ইবাদুল হক জাহিদ,সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা উত্তর ছাত্রদল ইসমাইল হোসেন সুমন ও সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক ফারুক সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ