বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশনের প্রধান কর্তব্য হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থার প্রতি জন আস্থা ফিরিয়ে আনা ও গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন করা। এজন্য ভোটের অধিকার ফিরিয়ে আনা তাদের পবিত্র দায়িত্ব। নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বাস্তবে দেশে নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই। বিদ্যমান নির্বাচন ব্যবস্থার খোলনচলে পাল্টানো ছাড়া নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে উঠবে না। নির্বাচন কমিশনের আসল পরীক্ষা হবে স্বল্পতম সময়ে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা– মন্তব্য করেন সাইফুল হক। সভায় তিনি আরও বলেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের কোনো সুফল এখনও শ্রমিকদের ঘরে পৌঁছেনি। গণঅভ্যুত্থানে শ্রমিকদের কোনো প্রত্যাশা এখনো পূরণ হয়নি। গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষের আত্মদান ও বিশাল অবদানেরও উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা মেলেনি।
মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরি নির্ধারণেরও দাবি জানান।
সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, জেলা কমিটির নেতা রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, রোকসানা আক্তার, আইয়ুব আলী, সুমন মিয়া প্রমুখ।