বছরখানেক আগে বলিউড অভিনেতা হৃতিকের সঙ্গে বিচ্ছেদ হয় সুজানা খানের। এরপর অভিনেতা খুঁজে পেয়েছেন তার জীবনের নতুন সঙ্গী সাবা আজাদকে। সংসার ভাঙনের পর সুজানার জীবনও থেমে থাকেনি। তিনিও নতুন করে খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষকে। বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনিকে মন দিয়েছেন তিনি।
হৃতিক ও সুজান দুজনেই মেনে নিয়েছেন তাদের নতুন সম্পর্ক। প্রেমিক-প্রেমিকাকে সঙ্গে নিয়ে একে অন্যের সঙ্গে বিভিন্ন পার্টিতেও দেখা করছেন। তবে নতুন খবর হচ্ছে, আর্সালানের সঙ্গে নাকি এবার ঘর বাঁধতে তৈরি সুজান। আর সে কারণেই পুরোনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সুজানের নতুন এই ফ্ল্য়াটের ভাড়া মাসপ্রতি ২ লাখ ৩৭ হাজার টাকা। প্রেমিকের সঙ্গে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী সুজান ও আর্সলানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে বিভিন্ন পার্টিতেও।
প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’ সাফল্যের পর প্রেমিকা সুজান খানের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন হৃতিক রোশন। তারপর দীর্ঘ ১৪ বছর টিকেছিল তাদের সম্পর্ক। দুই পুত্রসন্তান রয়েছে তাদের সংসারে। কিন্তু আচমকাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হয় রোশন পরিবারের পক্ষ থেকে।
যেই বিবৃতিতে অনেকেই চমকে গিয়েছিলেন। তবে বিচ্ছেদের পরও দু’জনের সম্পর্কের মধ্যে একটা অজানা টান রয়েই গেছে। যা সবসময় বন্ধুত্ব হিসেবেই দেখিয়েছেন হৃতিক-সুজান।