ফেলে আসা বছরে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলোর মধ্যে বেশ কিছু ছবি বক্স অফিসে দাপট দেখিয়েছে। আবার কিছু ছবি বক্স অফিসের তোয়াক্কা না করে সরাসরি দর্শকমনে প্রভাব বিস্তার করেছে। নতুন বছর ২০২৫ এ বলিউডে একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্যসূত্রে ১০টি প্রতীক্ষিত ছবি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। ছবির নাম ঘোষণার পর থেকেই বিতর্কের সূত্রপাত। এই ছবি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে, এই মর্মে আদালতের দ্বারস্থ হয় শিরোমণি অকালি দল। সেন্সর বোর্ডের সঙ্গেও ছবির ছাড়পত্র নিয়ে সমস্যা দেখা দেয়। অবশেষে স্থির হয়, ১৭ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘গদর টু’-এর সাফল্যের পর সানি দেওলকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বলিউড। বলা যায়, তার ফল এই ছবি। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘লাহোর ১৯৪৭’। ছবিতে সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিন্তা। আমির খান প্রযোজিত ছবিটির পরিচালক রাজকুমার সন্তোষী। এ বছর বক্স অফিসে ছবিটি একাধিক নজির গড়তে পারে বলেই মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বড় পর্দায় আসবেন ভিকি কৌশল। পিরিয়ড ছবিতে এবারে তার তুরুপের তাস মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ। ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকের কৌতূহল বেড়েছে। বাস্তব জীবনে অনেক বিপদের মাঝে থাকলেও সিকান্দার হয়ে বড় পর্দায় ফিরছেন সালমান খান। তবে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সালমানের একটি সংলাপ ভাইরাল হয়। সেটি ছিল, ‘শুধু আমার ঘুরে দাঁড়ানোর অপেক্ষা।’ এ আর মুরুগাদস পরিচালিত এই ছবিতে ভাইজানের সঙ্গে রোম্যান্স করবেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা। আগামী রোজার ঈদে ‘সিকান্দার’ মুক্তি পাবে বলে জানা গেছে। ছয় বছর পর সিক্যুয়েল আসছে। অফিসার অময় পাট্টা নায়েকের চরিত্রে অজয় দেবগন। আগের পর্বে সৌরভ শুক্লের সঙ্গে অজয় দেবগনের দ্বৈরথ দর্শকের পছন্দ হয়েছিল। কালো টাকা এবং লখনৌয়ের প্রেক্ষাপটে তৈরি ছবি শেষ পর্যন্ত দর্শককে আসন ছাড়তে দেয়নি। যার সুফল মিলেছিল বক্স অফিসে। পরিচালক রাজকুমার গুপ্ত এবার অজয়ের বিপরীতে রেখেছেন রীতেশ দেশমুখকে। ছবিটি মুক্তি পাবে ১ মে। প্রত্যেক বছরের মতো চলতি বছরেও অক্ষয় কুমারের একাধিক ছবি মুক্তি পাওয়ার কথা। তবে তার মধ্যে ‘হাউসফুল ফাইভ’ নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। পঞ্চম পর্বে সবচেয়ে বড় আকারে ছবিটিকে ভেবেছেন প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। অক্ষয়ের কমেডিতে থাকছেন একঝাঁক তারকা। রয়েছেন অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাকরি প্রমুখ। তরুণ মনসুখানি পরিচালিত ছবিটি ৬ জুন মুক্তি পাওয়ার কথা। ২০১৯ সালে ‘ওয়ার’-এ কবীর চরিত্রটি হৃতিক রোশনকে অ্যাকশন হিরো হিসেবে নতুন ভাবে প্রতিষ্ঠা দেয়। নায়কের কাঁচাপাকা চুল, সুঠাম দেহ অনুরাগীদের মন জয় করে নেয়। সেই ছবির দ্বিতীয় পর্ব আসছে স্বাধীনতা দিবসে। এবারে খল চরিত্রে জুনিয়র এনটি আর ছবির অন্যতম চমক হতে চলেছেন। তবে সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে অয়ন মুখার্জী পরিচালকের আসনে প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, সেটাই দেখার। হরর কমেডি এখন দর্শকের পছন্দের তালিকায়। গত বছর বলিউডে ‘স্ত্রী টু’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এবার হরর কমেডিতে পা রাখতে চলেছেন আয়ুষ্মান খুরানা। সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা। ছবির ঘোষণার পর থেকেই চর্চা শুরু হয়েছে। আদিত্য সরপোতদার পরিচালিত ছবিটি দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ফারহান আখতার। ২০২১ সালে স্পোর্টস ড্রামা ‘তুফান’-এ বক্সারের চরিত্রের পর এবার তিনি সেনার ভূমিকায়। নেপথ্যে রয়েছে ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ। ছবির প্রেক্ষাপট রেজাংলা উপত্যকার যুদ্ধ। ইতোমধ্যে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। রাজনীশ ঘাই পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২১ নভেম্বর। যশরাজ ফিল্মসের গুপ্তচর ব্রহ্মাণ্ডে এই প্রথম কেন্দ্রে নারী চরিত্র। থাকছেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াগ। খল চরিত্রে ববি দেওল ছবির অন্যতম আকর্ষণ। ছবির শ্যুটিং শুরু হয়েছে গোপনে। শোনা যাচ্ছে, ছবিতে প্রযোজনা সংস্থার গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্য ছবির তারকারা ক্যামিও চরিত্রে থাকতে পারেন। ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।