বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। শুটিং থেকে ব্যক্তিগত জীবন সব জায়গাতেই বড্ড খুঁতখুঁতে তিনি। একটা সময় ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় কারিশমা কাপুরের সঙ্গে তার চুম্বন দৃশ্য নজর কেড়েছিল সকলের। এহেন আমির নাকি ক্যারিয়ারের শুরুতে নায়িকাকে চুম্বন করতে গিয়ে থরথর করে কেঁপেছেন। ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল ‘হোলি’। সেই সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন কিটু গিদওয়ানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরকে নিয়ে তেমনই এক মজার গল্প শেয়ার করেছেন অভিনেত্রী৷

কিটু গিদওয়ানি জানান, তিনি কীভাবে ‘হোলি’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। যখন আমির খানও তেমন জনপ্রিয়তা পায়নি। বলা যায়, অভিনেতার মাত্রই ক্যারিয়ারের শুরু। এই সিনেমায় কিটুর খুব ছোট ভূমিকা ছিল, শুধুমাত্র ‘ক্যাম্পাসের হট গার্ল’ চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ তবে ক্যারিয়ারের শুরুর দিকেই আমির খানের মতো এমন শান্ত স্বভাবের অভিনেতার সঙ্গে কাজের সুযোগ তার কাছেও বড় পাওনা ছিল। আমির খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তখন সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছিলেন আমির খান। অভিনেতা নিজেও খুব শান্ত স্বভাবের ছিলেন। তবে তিনি যখনই চুম্বন দৃশ্যে শুটিং করতেন তখন সেটা ছিল দেখার মতো। এতটাই নার্ভাস হয়ে পড়তেন যে রীতিমতো হাত-পা কাঁপা শুরু হতো তার।’

১৯৮৪ সালে কেতন মেহতা পরিচালিত ছবি ‘হোলি’। একটি রাজনৈতিক থ্রিলার। যা ছাত্রদের বিক্ষোভ এবং সামাজিক সমস্যাগুলির উপর ফোকাস করা হয়েছিল। যদিও সিনেমাটি সেই সময়ে খুব বেশি হিট হয়নি, তবে এই সিনেমাকে বলিউডে আমির খানের সফল কর্মজীবনের সূচনা হিসাবে ধরা হয়।

এই সিনেমাতেই একটি দৃশ্যে কিটু গিদওয়ানির সঙ্গে চুমুর দৃশ্যে ছিল আমিরের। আর সেই দৃশ্যে অভিনয় করতে গিয়েই এমন হাল হয় এই অভিনেতার, যা বহু বছর পর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *