নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে শহরের খানপুর হাসপাতাল মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিবাদী শাসনের কারণে জামায়াতের নেতাকর্মীদের ওপর অন্যায় নির্যাতন চালানো হয়েছে। আজহারুল ইসলামের মুক্তি না দিলে জনগণ কঠোর আন্দোলনে যাবে।”
জেলা আমির মমিনুল হক সরকার বলেন, “যতদিন না এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছেন, ততদিন আমাদের আন্দোলন চলবে।” মহানগর আমির মাওলানা আবদুল জব্বারও একই দাবিতে আন্দোলন জোরদারের ঘোষণা দেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর ও জেলা জামায়াতের শীর্ষ নেতারা এবং শতাধিক কর্মী।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন এটিএম আজহারুল ইসলাম। নেতাকর্মীরা অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।