পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় শিক্ষার্থীদের জন্য একটি ভবন বরাদ্ধ দেওয়া হলেও তা নির্মাণ করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদ্যালয়টি ১৯৬৮ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উপজেলা পরিষদের মধ্যে একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্কু‌লে বর্তমানে ৩৪২ জন শিক্ষার্থী র‌য়ে‌ছে। নিজস্ব ভূমি না থাকায় বিদ্যালয়টি সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে চার কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও নিজস্ব ভূমি না থাকায় নতুন ভবন নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এমত অবস্থায় উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সুপারিশ সহযোগে অকৃষি খাস জমি বিদ্যালয়টির বরাদ্ধ প্রাপ্তির লক্ষ্যে গত ৭ সে‌প্টেম্বর ২০২৩ খ্রিঃ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা প্রশাসক পিরোজপুর বরাবর আবেদন দাখিল করেন। ফলে জেলা প্রশাসক অকৃষি খাস জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ প্রদানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের জন্য প্রয়োজনীয়তা উল্লেখ করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিদ‌্যালয়‌টির না‌মে খাস জ‌মি বরাদ্দপ্রাপ্ত না হওয়ায় গত ২ ডি‌সেম্বর ২০২৪ ইং খ্রিস্টাব্দে উপজেলা প্রকৌশলীর কার্যালয় নাজিরপুর পিরোজপুর এর ৪৬,০২,৭৯৭৬,০০০,১৪০০১,২৪-৬৬৩ স্মরকমূ‌লে উপ‌জেলা প্রকৌশলী (এল‌জিইডি) বি এম মাহামুদুল হাসান স্বাক্ষ‌রিত এক প‌রিপ‌ত্রের মাধ‌্যমে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ বাতিলের প্রস্তাব প্রেরন ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *