নেত্রকোনায় হাওর অঞ্চল খালিয়াজুরীতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে এক মরদেহ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খালিয়াজুরী উপজেলা সদরের খালিয়াজুরী গ্ৰামের জমশেদ মিয়ার ছেলে সানোয়ারের মরদেহ উত্তোলন করে।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর সানোয়ারের অস্বাভাবিক মৃত্যু হয়। এ ঘটনার পর স্বজনদের আপত্তি না থাকায় থানা পুলিশ ও লোকাল নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী ময়না তদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করা হয়।

পরবর্তী সময়ে মূত সানোয়ারের স্ত্রী তার মোবাইল ফোনে একটি ইমেইল ম্যাসেজ দেখতে পান। এতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য ফারুক ব্যাপারী দায়ী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সানোয়ারের ভাই নেত্রকোনা আদালতে সাতজনকে আসামি করে একটি মামলা করেন।

ইতোমধ্যে আদালতের বিচারক এফআইআরের জন্য খালিয়াজুরী থানাকে নির্দেশ দেন। এরপর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএনও মোঃ হাবিব উল আহসান, ওসি মোঃ মকবুল হোসেন পুলিশের উপস্থিতিতে সানোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি সত্য। তদন্ত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *