অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা পণ্যের মূল্য হ্রাসে অভূতপূর্ব এক রেকর্ড গড়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি প্রতিবেদনে দেখা গেছে, গত সেপ্টেম্বর মাসে দেশটিতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। যার ফলে কমতে শুরু করেছে সবধরণের পণ্যের দাম। যা এখনও অব্যাহত রয়েছে।

এর আগে সর্বশেষ মূল্যস্ফীতির এমন নেতিবাচক হার দেখা গিয়েছিল ১৯৯৫ সালে। সে বছর শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার নেমে দাঁড়িয়েছিল শূন্য দশমিক ৯ শতাংশে। তার আগে ১৯৮৫ সালে এ হার নেমেছিল ২ দশমিক ১ শতাংশে। সে হিসেবে বর্তমানে মূল্যস্ফীতির যে হার, তা নিশ্চিতভাবেই ১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর শ্রীলঙ্কার গত ৭৬ বছরের ইতিহাসে এই প্রথম।

অন্যদিকে, আদমশুমারি ও পরিসংখ্যান অধিদপ্তরের এক প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে মূল্য সংকোচনের কারণে খাদ্যদ্রব্য ও খাদ্যদ্রব্য বহির্ভূত ব্যয় কমেছে। অথচ, ২ বছর আগে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে পৌঁছেছিল ৬৯ দশমিক ৮ শতাংশে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *