গত শনিবার পদ্ম পুরস্কার ২০২৫-এর তালিকা প্রকাশ করেছে ভারত সরকার। সেখানে ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা হয়েছে। তালিকায় রয়েছে ভারতের শোবিজ অঙ্গনের একাধিক তারকার নাম। ভারতীয় গণমাধ্যমের খবর, পদ্মশ্রী পাচ্ছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ওপার বাংলায় বেড়ে ওঠা এই শিল্পী এখন বিশ্বসেরা গায়কের একজন। এছাড়াও ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী মমতা শঙ্করেরও নাম আছে পদ্মশ্রী প্রাপকের তালিকায়। পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে দক্ষিণী অভিনেতা ও রেসিং দুনিয়ার তারকা অজিত কুমারের। এছাড়াও আছেন অভিনেতা শেখর কাপুর, অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনাও।

সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারও আছেন পদ্মশ্রী প্রাপকের তালিকায়। পশ্চিমবঙ্গ থেকে তালিকায় নাম রয়েছে ঢাকি গোকুল চন্দ্র দাসের। সান ফ্রান্সিসকো, শিকাগো, নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ওয়েলিংটন এবং বার্লিনে ঢাক বাজিয়ে নিজের খ্যাতি অর্জন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *