নারীদের পিরিয়ড নিয়ে মন্তব্য করে নেটিজেনদের কটাক্ষের শিকার বলিউড অভিনেতা গোবিন্দ কন্যা টিনা আহুজা। তার দাবি, ঋতুস্রাবকালীন যন্ত্রণা নাকি শুধুমাত্র মুম্বাই, দিল্লির মতো বড় বড় শহরের মেয়েদের হয়ে থাকে। আর এমন বিস্ফোরক মন্তব্যেই চটে যান নেটিজেনরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মা সুনীতা আহুজার (গোবিন্দর স্ত্রী) সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই এমন মন্তব্য করেন টিনা।

টিনার কথায়, ‘আমি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছি চণ্ডীগড়ে এবং আমি এই ঋতুকালীন যন্ত্রণার কথা শুনেছি টিনা জানান, মেয়েদের এই যন্ত্রণা আসলে এক ধরনের মানসিক সমস্যা। একজনের থেকে অন্য জনের মধ্যে ছড়িয়ে যায়। টিনার কথায়, ‘অনেক সময় দেখা যায় কোনো একজন নিজের যন্ত্রণার কথা বলতে থাকলে অন্যজনও ওই বেদনা অনুভব করতে শুরু করেন। এটা মানসিক। পাঞ্জাব বা অন্য ছোট শহরের নারীরা অনুভবই করতে পারেন না, কবে তদের ঋতুস্রাব শুরু হল, কবে বন্ধ হয়ে গেল। এছাড়াও টিনার দাবি, বর্তমান যুগে নারীদের খাদ্যাভ্যাসের জন্য এই যন্ত্রণা হতে পারে। তিনি জানান, তার শরীরে এই ধরনের কোনো ব্যথাই অনুভব করেন না।

টিনার এই কথায় সহমত পোষণ করেন তার মা সুনীতাও। কিন্তু এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়তেই তাদের এই মন্তব্যের জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন নেটিজেনরা, তৈরি হয় এই স্টারকিডকে নিয়ে বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *