গাজীপুরের কালিগঞ্জে ইয়াবা ও চোলাই মদ সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার মুক্তারপুর এবং নাগরীর কেটুন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ পিছ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদের সাথে এক নারীসহ ৩ জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আলামিন(২৮) ও আরিফুল ইসলাম (২৬) উভয়েই যথাক্রমে মুক্তারপুর এলাকার হেমায়েত উদ্দিন এবং আলী নেওয়াজের ছেলে।
অপরদিকে নাগরির কেটুন এলাকা থেকে গ্রেফতার হওয়া নারী মাদক কারবারি স্বপ্না রানী পাল ( ২৭) ওই এলাকার লিটন পালের স্ত্রী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
এ বিষয়ে ওসি বলেন, উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা কালে মাদক সেবন এবং বিক্রির সময় আলামিন ও আরিফুল ইসলাম নামের দুই মাদক কারবারিকে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্যদিকে নাগরির কেটুন এলাকা থেকে সপ্না রানী পাল নামে এক নারী মাদক কারবারির কাছ থেকে ২০ লিটার চুলাই মদসহ গ্রেফতার করা হয়।
মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছে। মাদককে নির্মূল করতে যা যা কিছু করা প্রয়োজন তার সবকিছুই করা হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে আরো কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে যার উপরে ভিত্তি করে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।
ওসি আরো বলেন, এদের বিরুদ্ধে কালিগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬( ১)সারনির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৪ /৮-১-২৫।
তিনি জানান, আজ সকালে তাদের গাজীপুর জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।