বলিউড অভিনেতা হৃতিক রোশান। বয়স বাড়লেও তার শারীরিক গঠনে কোনও প্রভাব পড়েনি। ‘কহো না প্যার হ্যায়’ সিনেমায় অভিনয় করে বলিউডে পা রাখেন। অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। দেখতে দেখতে হৃতিক এখন ৫১ বছর বয়সী। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। তবে জন্মদিনে হৃতিককে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান খান ও বর্তমান প্রেমিকা সাবা আজাদ।

সুজান এদিন একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিতে হৃতিকের সঙ্গে রয়েছেন তার প্রেমিকা সাবাও। সেই ছবি শেয়ার করে হৃতিকের প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন। তার সঙ্গে ‘কহো না প্যার হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তির উদ্‌যাপনও হোক।’ সাবাও হৃতিকের সঙ্গে একগুচ্ছ সোহাগি ছবি ভাগ করে নেন। কখনও তারা সমুদ্রসৈকতে, কখনও আবার পাহাড়ের কোলে। সাবা লিখেছেন, ‘সূর্যকে প্রদক্ষিণ করার আরও একটা বছর পূর্ণ করার শুভেচ্ছা তোমাকে। তুমি আমার আলো। সারা জীবন আনন্দ যেন তোমাকে ঘিরে রাখে।’ সাবার এই পোস্টে হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা। বলিপাড়া থেকেও বহু তারকা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ‘বার্থডে বয়’কে।

উল্লেখ্য, কিছুদিন আগেই বড় পর্দায় ফের মুক্তি পেয়েছে ‘কহো না পেয়ার হ্যায়’। নতুন করে সাড়া ফেলেছে এই ছবি। অন্যদিকে, হৃতিককে শেষ দেখা গিয়েছে ‘ফাইটার’ ছবিতে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *