হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওহাব মাতুব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন।
এলাকাবাসী জানায়, ২০১৬ সাল থেকে ডাক্তার জামাল উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছিলেন ওহাব। ডাক্তার জামাল অনেক দিন আগে মারা গেছেন। মারা যাওয়ার পর তার বাড়িটি ফাঁকা থাকতো। জামালের মেয়েরা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বর বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে ওঠার দরজার পাশ থেকে ওহাব মাতুব্বরের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে এসেছে। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।