বিশ্বক্রিকেটে নিয়মিত বল হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন জাসপ্রিত বুমরা। চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও বল হাতে ব্যবধান গড়ে দিয়েছেন এই পেসার। একে একে অজি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন। পার্থ টেস্টটা এক অর্থে নিজেই মোড় ঘুরিয়ে দিয়েছেন। বর্তমানে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা গড় তারই। অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেডও স্বীকার করে নিলেন ভারতীয় পেসারের কৃতিত্ব। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ এনে দেয়া এই ব্যাটার মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা কয়েকজন পেসারের একজন এই বুমরাহ।
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট শুরুর আগে অজি ব্যাটার হেড বলেন, ‘জাসপ্রিত (বুমরাহ) এই খেলাটার সব সময়ের সেরাদের একজন। আমরা এখন টের পাচ্ছি কতটা চ্যালেঞ্জিং হতে পারে সে। তার বিপক্ষে খেলাটা দারুণ। নিজের ক্যারিয়ারে এমন পালক যোগ হওয়া খুব ভালো। নাতিপুতিদের কাছে গল্প করা যাবে যে আমি তাকে মোকাবেলা করেছি।’ অ্যাডিলেডে অস্ট্রেলিয়া দল ঘুরে দাঁড়াবে বিশ্বাস করেন হেড বলেন, ‘এটা নতুন আরেকটা সপ্তাহ। নতুন করে প্রস্তুত হয়ে সতেজ হয়ে নামতে হবে। আশা করি একই পারফরম্যান্স দিতে পারব।’ পার্থ টেস্টের পর অস্ট্রেলিয়ার সামনে বাকি আছে আর ৬ টেস্ট। সেখান থেকে অন্তত ৪ ম্যাচে জয় এবং ১টি ড্র দরকার তাদের। তবে ভারতের কাছে ৩-২ ব্যবধানে হারলে শ্রীলঙ্কায় গিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ জিততে হবে ২-০ ব্যবধানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য কাজটা তাই আপাতত বেশ কঠিনই বলা চলে।