ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০ আসনে জয় পেতে যাচ্ছে।

অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩৪ আসনে এগিয়ে রয়েছে। ভারতে সরকার গঠনের জন্য ৫৪৩ আসনের মধ্যে ২৭২ আসনের প্রয়োজন হয়।

এমন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তৃতীয়বারের জন্য এনডিএ জোটের ওপর বিশ্বাস রাখার জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মোদী বলেন, টানা তৃতীয়বারের মতো মানুষ এনডিএ জোটের ওপর আস্থা রেখেছে। ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক অর্জন বলেও উল্লেখ করেন মোদী।

মোদী সবাইকে আশ্বস্ত করে বলেন, গত এক দশক ধরে আমরা যে ভালো কাজ করছি সেটা অব্যাহত থাকবে।

এদিকে দেশটিতে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। এনডিটিভিকে একটি সূত্র জানিয়েছে, বিজেপির সভাপতি জেপি নাড্ডা বুধবার (৫ জুন) এনডিএ জোটের বৈঠক ডেকেছেন। তাছাড়া মোদী ও অমিতশাহ দুইজনেই জোটের নেতা নাইডুর সঙ্গে কথা বলেছেন।

তাছাড়া নাড্ডার বাসায় বিজেপির একটি বৈঠক চলছে। সেখানে রয়েছেন অমিতশাহ ও রাজনাথ সিং ও অন্যান্য সিনিয়র নেতারা।

মূলত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এবারের নির্বাচনে। ফলে জোট নিয়ে শুরু হয়েছে আলোচনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *