মালয়েশিয়ায় আগামী ১৮ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের এবারের আসর। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আসন্ন এই বিশ্বকাপে ফাইনাল খেলার আশা নির্বাচক সজল আহমেদ চৌধুরির। তিনি বলেন, ‘আমাদের দলে সবগুলো দিকই বিবেচনা করেছি। ব্যাটিং, বোলিংয়ে বৈচিত্র আছে। বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনার আছে। ভালো অলরাউন্ডার আছে। সব কিছু বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে।’

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে খেলে এসেছে বাংলাদেশ দল। সেই আসরের স্কোয়াড থেকে বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসেনি। দুটি পরিবর্তন হয়েছে। মাহারুন নেছা ও আরভিন তানি বাদ পড়েছেন। আর দলে ডাক পেয়েছেন লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম। সর্বশেষ এশিয়া কাপ থেকে আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। সজল বলেন, ‘মেয়েরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপের আগে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। ওখানে চারটা প্রস্তুতিমূলক ম্যাচ আছে। আশা রাখি এই ম্যাচগুলো বিশ্বকাপের আগে মেয়েদের অনেক আত্মবিশ্বাস জোগাবে। একই কন্ডিশনে যেহেতু খেলা, ওরা সেখানে ভালো করবে বলে বিশ্বাস করি।’

‘আমাদের দলের সবাই এক্স ফ্যাক্টর। পেস বোলিং ইউনিটটা খুব ভালো করছে। আমাদের বৈচিত্র আছে। লেগ স্পিনার আছে। খুব ভালো পারফর্ম করছে। টপ-অর্ডার ব্যাটাররা রান করছে। মিডল অর্ডার যদি আরেকটু ছন্দে আসে, তাহলে সব দিক বিবেচনা করলে অবশ্যই আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি।’-যোগ করেন তিনি। ১৬ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *