দক্ষিণী পরিচালক অ্যাটলি বক্স অফিসে বরাবরই ঝড় তোলেন। গতবছর তার পরিচালিত ‘জওয়ান’ গোটা বিশ্বে সারা ফেলে দিয়েছিল। বাদশাহর পর এবার এই নির্মাতার ছবিতে দেখা যাবে সালমান খানকে। আর সেই ছবিতেই দেশকে গর্বিত করবেন ভাইজান, এমনটাই জানিয়েছেন পরিচালক। অ্যাটলির সঙ্গে জুটি বাঁধছেন সালমান, এই নিয়ে বহুদিন ধরেই বিনোদন জগতে জল্পনা চলছিল। অবশেষে ‘এ৬’ নামের সেই ছবির জল্পনায় সিলমোহর দিলেন খোদ পরিচালক।

বছরেই শুরুতে ছবিটিতে প্রধান চরিত্রে শুটিং শুরু করবেন ভাইজান। জানা গেছে, নতুন এই ছবিতে নাকি একফ্রেমে দেখা যাবে সালমান খান, রজনীকান্ত ও কমল হাসানকে। সূত্রের খবর, ইতোমধ্যেই চিত্রনাট্য পড়ে ফেলেছেন তারকারা। শুরু হয়েছে অন্যান্য কাস্টিংয়ের কাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘এ৬’ ছবিতে সালমান খানের ভূমিকা নিয়ে কথা বলেছেন অ্যাটলি। পরিচালকের কথায়, ছবির কাস্টিং সকলকে চমকে দেবে। আমি বাড়িয়ে বলছি না। এই ছবি শিগগিরই দেশকে গর্বিত করতে চলেছে। আপনাদের থেকে আশীর্বাদ চাই। আমাদের জন্য প্রার্থনা করুন। খুব দ্রুতই ঘোষণা আসতে চলেছে। বেশ কিছুদিন ধরে সময় ভালো যাচ্ছে না সালমান খানের। লরেন্স বিশ্নোইদের নিশানায় রয়েছেন নায়ক। গ্যালাক্সির সামনে গুলি থেকে শুরু করে একের পর এক হুমকি এসেছে তার দিকে। যে কারণে এবারের জন্মদিনে একেবারে একান্তে পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন সুপারস্টার। এরই মাঝে অভিনেতার জন্য বড় চমক নিয়ে হাজির হচ্ছেন দক্ষিণী পরিচালক।

বর্তমানে সালমান ব্যস্ত রয়েছে তার নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। এই ছবিতে অভিনেতার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ, সুনীল শেট্টি।

এরপরই সালমান অ্যাটলির ছবিতে কাজ শুরু করবেন বলে মনে করা হচ্ছে। যেখানে প্রথমবারের মতো তার সঙ্গে দেখা যেতে পারে রজনীকান্ত ও কমল হাসানকে।

অন্যদিকে, আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাটলির প্রযোজিত ছবি ‘বেবিজন’। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও জ্যাকি শ্রফ। ইতোমধ্যেই ছবির ট্রেলার দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *