বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেল ভারতের তারকা ওপেনার শুভমান গিলসহ আরও তিন ক্রিকেটারের নাম। গুজরাটে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে তারা যুক্ত বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে চার ভারতীয় ক্রিকেটার জড়িত। তাদের সবাকেই সমন পাঠাতে চলেছে সিআইডি। এই চিটফান্ডের অন্যতম কুশীলবকে ইতোমধ্যে আটক করা হয়েছে বলেও দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

বাইশগজে শুভমান গিলের সময়টা ভালো যাচ্ছে না। দীর্ঘদিন বড় রান পাচ্ছেন না। বাদ পড়তে হয়েছে মেলবোর্ন টেস্ট থেকে। তবে শোনা যাচ্ছে, বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে হয়তো ফের জাতীয় দলে ফিরতে পারেন গিল। কিন্তু সেই ম্যাচ খেলতে নামার আগেই বড়সড় ধাক্কা খেলেন তিনি। চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে তারকা ওপেনারের নাম জড়িয়ে গেল। কেবল শুভমান নয়, গুজরাট টাইটান্সে তার সতীর্থ সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মার নামও জড়িয়েছে ওই চিটফান্ড কেলেঙ্কারিতে। গুজরাটের এক সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে চিটফান্ড চক্রের চাঁই ভূপেন্দ্রসিং জালাকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়ই তিনি জানান, ওই চিটফান্ডে বিনিয়োগ করেছিলেন শুভমানসহ চার ক্রিকেটার। সবমিলিয়ে ১ কোটি ৯৫ লাখ রুপি বিনিয়োগ করেন শুভমান। বেশ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন বাকি তিন ক্রিকেটারও। কিন্তু বিনিয়োগ করেও কোনো মুনাফা পাননি এই চার ক্রিকেটার। কেবল শুভমানরাই নন, প্রতারণার শিকার হয়েছেন ১১ হাজার বিনিয়োগকারী। জেরার সময়ে জালা জানিয়েছেন, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত গোটা গুজরাটে মোট ১৭টি অফিস খুলেছিলেন তিনি। চড়া হারে মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১১ হাজার বিনিয়োগকারী জোগাড় করে ফেলেন।

কিন্তু শেষ পর্যন্ত কাউকেই মুনাফার অর্থ দেওয়া হয়নি। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে গত ২৭ ডিসেম্বর আটক করা হয় জালাকে। তদন্তের জন্যই সমন পাঠানো হতে পারে শুভমানসহ ৪ ক্রিকেটারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *