২০১৭ সালে মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবি ‘রইস’। যেখানে শাহরুখ খানের বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। যাকে প্রায়ই শাহরুখের প্রশংসা করতেও শোনা যায়। পাশাপাশি তিনি বিভিন্ন কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়ে থাকেন। কারও মতে, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই ‘বলিউড কিং’ এর নাম নেন তিনি। নানা সমালোচনায় এবার নীরবতা ভেঙেছেন মাহিরা। করাচিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মাহিরা খান সমালোচকদের এই চর্চার জবাব দেন। তিনি বলেন, ‘যখনই কোনও সাক্ষাৎকার হয়, তাকে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। শাহরুখকে নিয়ে কথা বলতে তিনি ভালোবাসেন। তবে তাতে মানুষ কখনোই সন্তুষ্ট নন।’

পাকিস্তানি অভিনেত্রীর কথায়, ‘আমাকে কেউ প্রশ্ন করলে আমি তার উত্তর দিই। তখনই সকলের মনে হয় আমি তাকে নিয়ে কথা বলছি। আমি নিজে থেকে কখনও কথা বলতে চাই না। আমার মনে হয় যে আপনারা আমাকে তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করা বন্ধ করে দিন।’ মাহিরা শাহরুখকে তার ‘ছোটবেলার প্রেম’ বলেও উল্লেখ করেছেন। মাহিরা পাকিস্তানের একজন অত্যন্ত জনপ্রিয় মুখ। ‘হাম সাফর’ সিরিয়ালের পর ভারতেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। ফাওয়াদ খানের সঙ্গে তার জুটি দেখার মতো। ২০১৭ সালে ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *