রাজধানীর বনানীর আবাসিক এলাকার একটি বাসার ৬ তলা থেকে মারিয়া আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
মারিয়া মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বিল্লা পাড়া গ্রামের মো. বাহারুল ইসলামের মেয়ে। তিনি বনানীর ৯ নং রোডের ব্লক-এফের ৪৯ নং বাসার ৬তলায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে খবর পেয়ে বনানীর ওই বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ ফ্লোরে শায়িত অবস্থায় ছিল। মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বনানী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
তিনি আরও জানান, মমিন নামে এক ব্যবসায়ীর বাসায় গত দুই বছর ধরে গৃহকর্মীর কাজ করে মারিয়া আক্তার। এই বাসায় তার ফুফুও কাজ করে। তার বোনকে অন্য একটি বাসায় কাজের জন্য পাঠাতে চায় তার মা। কিন্তু সে তার মাকে ফোনে নিষেধ করে। এই নিয়ে তার মায়ের সঙ্গে মোবাইলে বাগবিতণ্ডা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।