নিজস্ব প্রতিনিধি:

বরগুনানার বামনা সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ (সোমবার) সকাল ১০টায় গোলচত্বরে সারা দেশে চলমান ধর্ষণ ও নিপীড়নের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবি জানায়। নারীদের স্বাধীন ভাবে চলাফেরা ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করার দাবি জানান। আছিয়া সহ সকল ধর্ষণ ও হত্যাকারীদের অতিদ্রুত বিচার কার্যকরের দাবি জানানো হয়।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বামনা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট মিছিল করে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *